দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। ‘নীরব ঘাতক’ এই ভাইরাসে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন মানুষ মারা যায়। অথচ প্রতি ১০ জনের ৯ জনই জানেন না, তারা এই ভাইরাসে আক্রান্ত।
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সচেতনতার অভাবে হেপাটাইটিস বি ও সিভাইরাসে আক্রান্ত অনেকেরই ক্যান্সার বা লিভার সিরোসিস হয়। এই ভাইরাস থেকে বাঁচতে টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।
হেপাটাইটিস বি ভাইরাসের কারণে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিলেটের হাবিব উদ্দিন। একই কারণে ৬৬ বছরের আমিনুজ্জামান লতিফও ভর্তি হয়েছেন হাসপাতালে। হচ্ছে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র ইমাম হোসেন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন। আর,মায়ের গর্ভধারণের সময় এই ভাইরাস থাকায় মেয়েও শরীরে বহন করছে এর জীবানু।
হেপাটাইটিসভাইরাস মূলত ৫ ধরণের। এ, বি, সি, ডি এবং ই। এরমধ্যে, হেপাটাইটিস বি ও সি লিভার সিরোসিস ও ক্যান্সারের মুল কারণ। এই ভাইরাস বহনকারী ৫৪ শতাংশ মানুষের লিভার ক্যান্সার হয়।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী মায়েদের অবশ্যই এই ভাইরাস আছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন। যাদের ভাইরাস ধরা পড়বে তাদের শিশুকে জন্মের ২৪ ঘন্টার মধ্যে টিকা দিতে হবে বলে জানালেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিব মোহাম্মদ আলী।
এই ভাইরাস নানা ভাবে মানুষ থেকে মানুষে ছড়ায়। এছাড়া বর্তমানে জীবনযাপনের ধরন ও খাদ্যাভ্যাসের কারণেও লিভার সিরোসিস হচ্ছে বলে জানালেন লিভার বিশেষজ্ঞ মেজর জেনারেল রবিউল হোসেন।
হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার পাশাপাশি টিকা নেয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা।