সিত্রাংয়ের প্রভাবে দেশে প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, সিত্রাংয়ে তাণ্ডবে দেশের বিদ্যুৎ সংযোগের লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে ক্যাবল সংযোগের কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন কর্মীরা।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিকাল নাগাদ ৭০ শতাংশ গ্রাহক পুনারায় বিদ্যুৎ সংযোগের আওতায় নিয়ে আসা হবে। আগামীকাল দুপুর নাগাদ শতভাগ সংযোগ দেয়া হবে।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো জানান, লোডশেডিং থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এ নিয়ে শঙ্কিত না হবার পরামর্শ তার।