মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

দেশে বেড়েছে করোনা শনাক্তের হার, ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২, ২০২২
দেশে বেড়েছে করোনা শনাক্তের হার, ৩ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা রোগী শনাক্তের হার। নতুন রোগী তিনশো ৮৭ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক সাত-দুই শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিলো ৫ দশমিক আট-ছয় শতাংশ।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন আরো ৩ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। ২৪ ঘণ্টায় ৮৮০টি ল্যাবে ৫ হাজার ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়।

সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে দুই মাসের বেশি সময় ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারো বাড়ছে।

এর ফলে সারা দেশে দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে আবারো বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ ৬ নির্দেশনা দিয়েছে সরকার। গত ২৮ জুন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।

গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে।

এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। যদিও জানুয়ারির শেষ দিকে শনাক্তের হার কিছুটা কমে ৩০ শতাংশের নিচে নামে। ওমিক্রন আতঙ্ক কিছুটা কাটিয়ে দেশে কয়েক দিন ধরে শনাক্তের সংখ্যা কমতে শুরু করে।


এ বিভাগের অন্যান্য সংবাদ