আওয়ামী লীগ দেশে লুটপাট চালিয়ে বিদেশে দেশের সম্পদ পাচারে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা ধরে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্র, পুলিশ-র্যাবকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জেএসডি’র আলোচনা সভায়, দলমত নির্বিশেষে সকলে এক হয়ে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান জানান মির্জা ফখরুল।
আজ দোসরা মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনাসভা করে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল-জেএসডি। এতে যোগ দিয়ে বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সরকারের অপশাসনে মানুষ তার কথা বলার অধিকার, ভোটের অধিকার দিনদিন হারিয়ে ফেলেছে।
অনুষ্ঠানে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে ধুলিসাৎ করেছে ক্ষমতাসীনরা। দেশ রক্ষায় আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা রোখার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার বিরোধী যুগপৎ আন্দোলন বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়; এটি দেশ রক্ষার সংগ্রাম বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।