বৃত্তান্ত ডেস্ক: দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপক্ষে। স্থানীয় সময় বুধবার রাতে অর্থ পাচারের অভিযোগে প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা এই শ্রীলংকান রাজনীতিক দেশ ছেড়ে চলে যান।
সিলন টুডের বিমানবন্দর প্রতিনিধি বলেছেন, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিরুপমা রাজাপক্ষে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন। কলম্বোর অদূরে কাতুনায়েকের বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস এমিরেটসের ইকে-৬৫৫ ফ্লাইটে তিনি যাত্রা করেন।
নিরুপমা হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের চাচাতো বোন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপক্ষে যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তখন তিনি পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন–বিষয়ক উপমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কার এমপি ছিলেন।
গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন অর্থ লেনদেনের ১.২০ কোটি গোপন নথি ফাঁস হয়। প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিত এসব নথিতে করস্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের অর্থ পাচারে যাঁদের নাম ছিল, তাঁদের একজন নিরুপমা।