সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হচ্ছে: ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৩০, ২০২২
দেশ তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হচ্ছে: ফখরুল

দুর্নীতি-লুটপাটের মাধ্যমে ক্ষমতাসীনরা দেশকে আবারও তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থনীতিকে ভাগাড়ে নিয়ে গেছে এই সরকার। শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ সরকারের পতনের হুঁশিয়ারীও দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মত জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে নয় বরং পৈত্রিক সম্পত্তি বিক্রি করে বিএনপির নেতারা রাজনীতি করে।

আগামী ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আজ রোববার (৩০শে অক্টোবর) রাজধানীতে বিএনপির যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।

গত ১৫ বছরে অর্থনীতিকে ভাগাড়ে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এটা আমার কথা না, প্রধানমন্ত্রীর কথা।’ তিনি বলেন, ‘রাজনৈতিক অধিকারের কোনো স্পেস নেই, সব নষ্ট করে দিয়েছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। জাতি সিদ্ধান্ত নিয়েছিল, নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এটাকে বাতিল করেছে আওয়ামী লীগ৷ এখন বলে—তারা করেনি, আদালত করেছে। টিকে থাকার জন্য তারা জনগণকে বোকা বানাতে চায়।’ মির্জা ফখরুল বলেন, ‘এতো উন্নয়ন করেছেন, তাহলে ভয় পান কেন? কারণ, জনগণ জানে। যে দুর্নীতি করেছেন, ভোটে কোনো দিন ক্ষমতায় আসতে পারবেন না।’

গায়েবি মামলায় আওয়ামী লীগের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ৭ নভেম্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘১৯৭২ সালের ৭ নভেম্বর সব চক্রান্ত নসাৎ করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দিস ইজ ভেরি আনফরচুনেট। ব্যক্তিগত আক্রমণ করবেন না। সামাল দিতে পারবেন না। কার কয়টা বাড়ি, কার কত টাকা আছে, এত টাকা কোথা থেকে আসে…।’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

সভা থেকে জানানো হয়, দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর নয়াপল্টনে উন্মুক্ত সভা করবে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, সুলতানা রহমান, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাহ উদ্দিন টুকু, মুনায়েম মুন্না প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ