সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত দানিয়ুব নদীতে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২০, ২০২২
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত দানিয়ুব নদীতে

পর্যাপ্ত বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে সার্বিয়ার দানিয়ুব নদীর পানি। এ মৌসুমে সবচেয়ে নিচে নেমেছে পানির স্তর। আর তাতেই দেখা গেল অস্বাভাবিক কিছুর। নদীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জার্মান ও রাশিয়ান যুদ্ধজাহাজ।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর করা এক প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে গিয়েছিল এসব যুদ্ধজাহাজ। পানি কমে যাওয়ায় তা এখন দেখা যাচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, ১৯৪৪ সালে সোভিয়েত বাহিনীর আক্রমণে দানিয়ুব নদীর তীরে জার্মানির কৃষ্ণসাগর বহরের শত শত যুদ্ধজাহাজ ডুবে যায়। পানি কমে যাওয়ায় জেগে ওঠা এসব যুদ্ধজাহাজ সেই বহরেরই অংশ ছিল। এমনকি এখনও পানির স্তর কম থাকলে ইউরোপের অন্যতম বৃহৎ এই নদীপথে নৌ-চলাচল বাধাগ্রস্ত হয়ে থাকে।

এই নদীর পানি এতটাই নিচে নেমে গেছ কোথাও কোথাও নদীর তলদেশ দেখা যাচ্ছে। আবার অনেক স্থানে সৃষ্টি হয়েছে চরের।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, মাসের পর মাস ধরে চলে আসা এই খরা এবং রেকর্ড-উচ্চ তাপমাত্রা দানিয়ুব নদীপথে নৌ-চলাচলকে কার্যত আটকে দিয়েছে। এতে করে জার্মানি, ইতালি এবং ফ্রান্সসহ ইউরোপের এক অংশ থেকে অন্য অংশে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। নৌ-চলাচল লেনগুলো চালু রাখার জন্য করা হচ্ছে ড্রেজিং। তবে বৃষ্টি না হওয়ায় কুব একটা লাভ হচ্ছে না ড্রেজিংয়েও। আর এসব জাহাজ উদ্ধারে দরপত্রের আহ্বান করেছে দেশটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ