দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার।
দ্বিতীয় আসরের জন্য ড্রাফটে নাম ছিল সাকিব আল হাসান-তামিম ইকবাল-তাসকিন আহমেদসহ বাংলাদেশের নয় ক্রিকেটার। কিন্তু বাংলাদেশের কোন ক্রিকেটারকেই নেয়নি দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজিরা।
সাকিব-তামিম-রিয়াদ ও তাসকিন ছাড়াও দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম ছিলো লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সাব্বির রহমান এবং সৌম্য সরকারের।
ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। সেই ক্যাটাগরিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের মত ক্রিকেটাররা। ডি কক-রাসেল দল পেয়েছেন।
তবে আসরের সবচেয়ে বেশি ১ লাখ ২৫ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন বিশ^ ক্রিকেটের ৮ ক্রিকেটার।
দ্বিতীয় আসরের ড্রাফটে নাম ছিলো ২৮৫ জন বিদেশি এবং ২৫০ জন দেশি ক্রিকেটার। আগামী আসরও ৮ দলকে নিয়ে হবে। দলগুলো হলো- লন্ডন স্পিরিট, ওয়েলস ফায়ার, ম্যানচেস্টার অরজিনালস, নর্দান সুপারচার্জারস, ওভাল ইনভিসিবল, ট্রেন্ট রকেটস, বার্মিংহাম ফিনিক্স ও সাউদার্ন ব্রেভ। ১শ বলের এই ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো সাউদার্ন ব্রেভ।
আগামী ৩ অগাস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসর।