দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার সারেল এরউই ও উইয়ান মাল্ডার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় টেস্ট চলাকালেই শারীরিক অসুস্থতার কথা জানান এরউই ও মাল্ডার। পরে তাদের করোনা টেস্ট করা হলে সেখানে পজিটিভ ধরা পড়ে।
গেবেখায় চলতি ম্যাচে আর খেলতে পারবেন না এ দুই ক্রিকেটার। তাই দুই দলের সমঝোতার ভিত্তিতে করোনা সাব হিসেবে নামানো হয়েছে জন্ডো ও স্টারম্যানকে।
এদিকে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনিও এই ম্যাচে দলের সঙ্গে নেই।