প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার এশিয়া সফরের অংশ হিসেবে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার মার্কিন বিমান ঘাটি ওসানে বাইডেনকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন।
এসময় কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডিং জেনারেল ছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমর্থকেরা উপস্থিত ছিলেন। আজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বাইডেনের। এই সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সাক্ষাৎ হবে।
গত ১০ মে দায়িত্ব গ্রহণ করা দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন। ছয় দিনের সফরে দক্ষিণ কোরিয়ার পর জাপান সফর করবেন জো বাইডেন।