সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ধর্ষণের বিরুদ্ধে কান উৎসবে নগ্ন হয়ে প্রতিবাদ তরুণীর

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২১, ২০২২

ইউক্রেন যুদ্ধে রুশ সেনা কর্তৃক স্থানীয় নারীদের ধর্ষণের প্রতিবাদে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছেন এক ইউক্রেনীয় নারী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

কান চলচ্চিত্র উৎসবের বাইরে লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক খুলে ফেলেন এক তরুণী। তার গায়ে আঁকা ইউক্রেনের পতাকা। তার উপরে ইংরেজিতে লেখা, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো!’ এছাড়া তার শরীর জুড়ে ছিল রক্তের মতো লাল রঙের ছোপ ছোপ দাগ। এরপরই নিরাপত্তারক্ষীরা তাকে দ্রুত সরিয়ে নিয়ে যান।

এর আগে, কান উৎসবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বক্তব্য দেন। এসময় তিনি বলেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশ’ নারীর ধর্ষিতা হওয়ার খবর পেয়েছেন তদন্তকারীরা। এমনকি তাদের আগ্রাসন থেকে শিশুরাও রেহাই পায়নি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় সেভেরোদোনেতস্ক ও গিরস্কে এলাকায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া রুশ সেনাদের হামলায় লুহানস্ক অঞ্চলে ৬০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়া এসব বাড়ি-ঘর জোলোট, ভ্রুবিভকা এবং রুবিঝন এলাকায় অবস্থিত।

দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় যুদ্ধের পর ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোল দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মানবিক সহায়তা হিসেবে আরও ৫৩ কোটি ডলার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই আর্থিক সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র ও বাকি ৩ কোটি ডলার মঞ্জুর করেছে যুক্তরাজ্য।


এ বিভাগের অন্যান্য সংবাদ