ধর্ষণ মামলায় রবিনহোর ৯ বছরের সাজা বহাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ৮৫১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরণীকে ধর্ষণের অভিযোগে ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল স্ট্রাইকার রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের দন্ডাদেশ বৃহস্পতিবার বহাল রেখেছে ইতালরি একটি আদালত।
২০১৩ সালে রবিনহো ও তার এক বন্ধু ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করলে এর সাজা দিয়েছিল আদালত। কিন্তু এর বিরুদ্ধে মিলানের একটি আদালতে আপীল করা হলে রবিনহো ও তার বন্ধুর বিরুদ্ধে একই আদেশ বহাল রাখেন বিচারক।
ওই সময় এসি মিলানের আক্রমনভাগে খেলোয়াড় ছিলেন রবিনহো। তার অনুপস্থিতিতেই ২০১৭ সালের নভেম্বরে এই ওই বিচার কাজ সম্পাদিত হয়। মিলানের একটি নাইট ক্লাবে ২২ বছর বয়সি আলবেনীয় নারীকে গ্রুপ ধর্ষনে অংশ নিয়েছিলেন ওই দুইজন সহ মোট ছয় ব্যক্তি। এ জন্য ওই নারীকে যৌথভাবে ৬০ হাজার ইউরো ক্ষতিপুরণ দেয়ারও নির্দেশ দেন আদালত। ওই অপরাধে দলের বাকী ছয়জনের বিরুদ্ধে মামলা স্থগিত করা হয়েছে।
এদিকে ৩৬ বছর বয়সি রবিনহো ওই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ৯০ দিনের মধ্যে এ রায়ের বিপক্ষে আপীল করার সুযোগ পাবেন তিনি। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ২৮টি গোল করেছেন রবিনহো।

নিউজটি শেয়ার করুন

ধর্ষণ মামলায় রবিনহোর ৯ বছরের সাজা বহাল

আপডেট সময় : ০৬:২২:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

তরণীকে ধর্ষণের অভিযোগে ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল স্ট্রাইকার রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের দন্ডাদেশ বৃহস্পতিবার বহাল রেখেছে ইতালরি একটি আদালত।
২০১৩ সালে রবিনহো ও তার এক বন্ধু ওই তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করলে এর সাজা দিয়েছিল আদালত। কিন্তু এর বিরুদ্ধে মিলানের একটি আদালতে আপীল করা হলে রবিনহো ও তার বন্ধুর বিরুদ্ধে একই আদেশ বহাল রাখেন বিচারক।
ওই সময় এসি মিলানের আক্রমনভাগে খেলোয়াড় ছিলেন রবিনহো। তার অনুপস্থিতিতেই ২০১৭ সালের নভেম্বরে এই ওই বিচার কাজ সম্পাদিত হয়। মিলানের একটি নাইট ক্লাবে ২২ বছর বয়সি আলবেনীয় নারীকে গ্রুপ ধর্ষনে অংশ নিয়েছিলেন ওই দুইজন সহ মোট ছয় ব্যক্তি। এ জন্য ওই নারীকে যৌথভাবে ৬০ হাজার ইউরো ক্ষতিপুরণ দেয়ারও নির্দেশ দেন আদালত। ওই অপরাধে দলের বাকী ছয়জনের বিরুদ্ধে মামলা স্থগিত করা হয়েছে।
এদিকে ৩৬ বছর বয়সি রবিনহো ওই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ৯০ দিনের মধ্যে এ রায়ের বিপক্ষে আপীল করার সুযোগ পাবেন তিনি। ব্রাজিলের জাতীয় ফুটবল দলের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ২৮টি গোল করেছেন রবিনহো।