মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ ইনশাআল্লাহ আমরা উইন করমু: হামজা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল জাতীয় পার্টি জাতীয় বেইমান : ফারুক ‘পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না’ ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড নিজ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার নৌপথে ঈদযাত্রা: প্রস্তুত হচ্ছে ১৭৫ লঞ্চ, বাড়ছে নিরাপত্তা কাল থেকে দেশের সর্ববৃহৎ রেল সেতু দিয়ে ছুটবে ট্রেন

নতুনভাবে বাস ভাড়া নির্ধারণের দাবি যাত্রী কল্যাণ সমিতির

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৭, ২০২২
নতুনভাবে বাস ভাড়া নির্ধারণের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা আইন লঙ্ঘন করে যাত্রী প্রতিনিধি ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহণ মালিক সমিতি ঘোষিত বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে সঠিক ব্যয় বিশ্লেষণ করে নতুনভাবে বাস ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘গেল নভেম্বরে জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির সময়ে বাস ভাড়া ৩৫ শতাংশ হারে বাড়ানো হয়। এর নয় মাসের মাথায় আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সঠিক ব্যয় বিশ্লেষণ ব্যতিরেকে এক লাফে বাস ভাড়া আবারও ২২ শতাংশ হারে বাড়ানো হয়। প্রতিটি পুরোনো লক্কড়-ঝক্কড় বাসকে শো-রুম থেকে নামানো নতুন বাসের দাম, ব্যাংক সুদ এবং অন্যান্য নতুন বাসের সুযোগ-সুবিধার হিসাব ধরে ব্যয় বিশ্লেষণ করা হলেও সিটি সার্ভিসে ৯৮ শতাংশ বাস-মিনিবাস চলাচলের অযোগ্য। আন্তঃজেলা দুরপাল্লায় ৪৮ শতাংশ বাস ২০ বছরের বেশি সময় ধরে চলছে। এসব বাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুরোনো এসব বাসের যাত্রী সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। গতকালের বাস ভাড়া বৃদ্ধির সভায় এসব বাসকে চকচকে নতুন বাস হিসেবে ব্যয় বিশ্লেষণ করায় যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি নতুন বাস ও পুরোনো বাস আলাদা আলাদা ব্যয় বিশ্লেষণ ও আলাদা আলাদা ভাড়া নির্ধারণের দাবি জানান।

মো. মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, ‘সরকার বাস মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী ভাড়া নির্ধারণ করলেও, কোনে বাসে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর নেই। সরকার নির্ধারিত ভাড়ার বেশ কয়েকগুণ বর্ধিত ভাড়া বাসে বাসে আদায় হলেও সরকার কার্যত এসব বাসের বিরুদ্ধে কোনে ব্যবস্থা নিতে পারে না। সিটি সার্ভিসে সরকার কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করলেও বাসে বাসে ওয়েবিলে যাত্রীর মাথা গুণে গুণে ভাড়া আদায় করা হয়। ঢাকা মহানগরীর কথিত সিটিং সার্ভিসে স্বল্প দূরত্বে যাতায়াত করলেও সর্বশেষ গন্তব্য পর্যন্ত ভাড়া পরিশোধ করতে হয়। ঈদ ও পূজা-পার্বণে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে দিশেহারা হয়ে পড়েন যাত্রী সাধারণ। এমন পরিস্থিতি তুলে ধরে দেশের ১৬ কোটি যাত্রী সাধারণের দূর্ভোগের কথা বলতে যাত্রী কল্যাণ সমিতি বাস ভাড়া নির্ধারণের সভায় প্রতিনিধিত্ব করতে বার বার আবেদন নিবেদন করলেও সরকার বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে যাত্রী প্রতিনিধি ছাড়া বারবার বাস ভাড়া নির্ধারণ করে থাকেন।’

অনতিবিলম্বে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করে সঠিক ব্যয় বিশ্লেষণ করে নতুন ভাড়া নির্ধারণের দাবি জানান মো. মোজাম্মেল হক চৌধুরী।


এ বিভাগের অন্যান্য সংবাদ