বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

নতুন দায়িত্ব পেয়ে যা বললেন লিটন

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৩, ২০২২
নতুন দায়িত্ব পেয়ে যা বললেন লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ সাফল্য পেয়েছেন লিটন দাস। দুই টেস্টে চমৎকার একটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি করেন তিনি। তাই সবার প্রশংসা কুড়ান এই তারকা ব্যাটার। সিরিজ শেষে ছুটি কাটাতে তিনি এখন লন্ডনে। সঙ্গে আছেন স্ত্রীও। সেখানে বসেই শুনেছেন একটি খুশির সংবাদ। বাংলাদেশ টেস্ট দলের সহঅধিনায়ক নির্বাচিত হয়েছেন।

এই আনন্দের সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ভুলেননি লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। মিশন আগের মতোই, বাংলাদেশের হয়ে ম্যাচ জয়।’

২০১১ সালের ১৭ অক্টোবরে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় লিটনের। ২০১৪-১৫ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ইনিংসে ১১৩৬ রান সংগ্রহ করে সবার নজর কাড়েন।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি দলে ডাক পান লিটন। সেবার টেস্ট দলেও সুযোগ পান। দুই টেস্টের সিরিজে খেলার সুযোগ হয়নি তাঁর। পরে সফরকারী ভারতের বিপক্ষে মুশফিকুর রহিমের আঙুলের চোটের কারণে ফতুল্লা টেস্টে সুযোগ পান। বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তাঁর।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে লিটন ৪৪ রান করেন ৪৫ বল খরচায়। পরে একই বছর সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর।

একদিনের ক্রিকেটে লিটন প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে, ২০১৮ সালের সেপ্টেম্বরে। ২০১৯ সালের বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম খেলেন। এবার নতুন দায়িত্বে কতটুকু সাফল্য পান সেটাই দেখার।


এ বিভাগের অন্যান্য সংবাদ