বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ভারতের কারণে উত্তরাঞ্চলের লাখো-কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে’ এটিএম আজহারকে মুক্তি না দিলে রাজপথেই সমাধান: জামায়াত আমির সরকার চাইলে তিস্তায় প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত মালয়েশিয়ান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টি নেতাদের সৌজন্য সাক্ষাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা

নতুন বাজেটে কৃষিতে বাড়বে ভর্তুকি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২
নতুন বাজেটে কৃষিতে বাড়বে ভর্তুকি

কৃষকের স্বার্থ সুরক্ষা ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন বাজেটে ভর্তুকি বাড়বে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, সার, বীজসহ কৃষি উপকরণের দাম বাড়ানো হবে না। কৃষি খাতের পাশাপাশি পোল্ট্রি ও মৎস্য খামারে করের পরিমাণ কমানো ও সহজ শর্তে ঋণ দেয়ার দাবী জানিয়েছেন ব্যবসায়িরা।

করোনা অতিমারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দাম বাড়ছে কৃষি উপকরণের। বিশ্ববাজারে সারের দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। তবে আগামী ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটে কৃষি খাতের জন্য স্বস্তির খবর থাকবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সার, বীজে ভর্তুকিসহ কৃষকের স্বার্থসুরক্ষা ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে।

এছাড়া দেশের পোল্ট্রি ও মৎস্য খামারে একক ও নতুন কর ব্যবস্থাপনা চালু করার পরিকল্পনা করছে সরকার। এতে এই দুই খাতে বাড়বে করের হার। বার্ষিক ১০ লাখ টাকার বেশি আয়ের ওপর ৫ শতাংশ আর ২০ লাখ টাকার বেশি আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব থাকতে পারে আসছে বাজেটে।

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের চড়া বাজারে নতুন এই কর ব্যবস্থাপনা দেশের বাজারে সংশ্লিষ্ট পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শামসুল আরেফিন খালেদ রঞ্জন ও সিনিয়র সহসভাপতি মো. আহসানুজ্জামান।

বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রাখা এবং পোল্ট্রি খাতে ভর্তুকি দেয়ার পরামর্শ দেন কৃষি অর্থনীতিবিদ এ এম এম সালেহ। কৃষিখাতে চলতি অর্থবছরে সরকার সাড়ে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ দিয়েছিলো।


এ বিভাগের অন্যান্য সংবাদ