বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্বে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) মুক্তিযোদ্ধা হিসেবে অবদান এবং বিচারক হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।’
মোদি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দু’দেশের বৈচিত্রময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দু’দেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
তাঁর আশা, বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির দূরদর্শী নেতৃত্বে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে। এসময় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন নরেন্দ্র মোদি।