মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই: ইসি সানাউল্লাহ ইনশাআল্লাহ আমরা উইন করমু: হামজা সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল জাতীয় পার্টি জাতীয় বেইমান : ফারুক ‘পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না’ ভ্যাকসিন আমদানিতে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৪ দিনের রিমান্ড নিজ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার নৌপথে ঈদযাত্রা: প্রস্তুত হচ্ছে ১৭৫ লঞ্চ, বাড়ছে নিরাপত্তা কাল থেকে দেশের সর্ববৃহৎ রেল সেতু দিয়ে ছুটবে ট্রেন

নববর্ষের আনন্দমুখর আয়োজনে ভাসছে গোটা চীন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৫
নববর্ষের আনন্দমুখর আয়োজনে ভাসছে গোটা চীন

চীনা বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষের আনন্দমুখর উদযাপন আয়োজনে ভাসছে গোটা চীন। নজর কেড়েছে অবাক করা রোবট নৃত্য। এছাড়াও শহরে শহরে বাহারী আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন মাত্রা। এই উৎসব ঘিরে বিভিন্ন দেশের শহরকেও রাঙিয়ে তুলেছেন সেখানে বসবাস করা চীনের মানুষেরা। অর্থাৎ চীনা নববর্ষ উদযাপনের সাক্ষী হচ্ছেন বিশ্বের লাখ লাখ মানুষ।

মঞ্চে নেচে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে একদল রোবট। সঙ্গ দিচ্ছে বেশ কয়েকজন মানুষও। হিউম্যানয়েড রোবটের মাধ্যমে অবাক করা এই নাচের দৃশ্যটি চীনের। দেশটির প্রায় সাড়ে ৩ হাজার বছরকার পুরনো ঐতিহ্যের ‘লুনার নিউ ইয়ার’ বা চান্দ্র নববর্ষ কিংবা চীনা বসন্ত উৎসব ঘিরে পুরো বিশ্বের নজর কাড়তে এই আয়োজন বেইজিংয়ের।

ঘুরতে আসা এক দর্শক বলেন, ‘লুনার নিউ ইয়ার গালায় রোবটের নৃত্য অনুষ্ঠান সফলভাবে করতে পেরে আমরা আনন্দিত। দুটি পায়ের রোবট দিয়ে নাচানো এক ধরনের চ্যালেঞ্জ ছিল।’

সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও উৎসব মুখর নানা আয়োজনের মধ্য দিয়ে গোটা দেশটিতে উদযাপিত হচ্ছে চীনা বসন্ত উৎসব বা চান্দ্র নববর্ষ। প্রতিটি শহরের অলিগলি রাস্তাঘাটে ও এতিহ্যবাহী স্থাপনা ঘিরে বাহারী আলো আর সাজসজ্জা যোগ করেছে ভিন্ন মাত্রা। যা দেখতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। রয়েছেন ভিন দেশি পর্যটকরাও। মোট কথা উৎসব উদযাপনে ভাসছে চীন।

ঐতিহ্যবাহী এই উৎসব আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে থাকা চীনা মানুষদের মাঝেও। এই যেমন, রাশিয়ার রাজধানী মস্কোতেও চীনা নববর্ষ উদযাপন আনন্দ বিরাজ করছে। দর্শনার্থীদের নজর কাড়ছে চীনের ঐতিহ্যবাহী সিংহ ও ড্রাগন নাচ। এছাড়াও উৎসব আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া, কিউবাসহ বিশ্বের বিভিন্ন দেশে চীনা মানুষদের মিলন মেলায় রূপ নিয়েছে। চীনা বসন্ত উৎসব ঘিরে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মস্কোতে এই আয়োজন আমাদের জন্য বেশ আকর্ষণীয়। চীনা নববর্ষ উদযাপনের প্রতিটি দিনই বেশ উপভোগ্য। সবকিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যা দেখে আমি অভিভূত। আমার মনে হয় এই সময়টায় ছুটির জন্য সবাই অপেক্ষা করে থাকেন।’

২৯ জানুয়ারি শুরু হওয়া চীনের চান্দ্র নববর্ষের এই জাঁকজমকপূর্ণ উৎসব উদযাপন চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথা অনুযায়ী, চান্দ্র ক্যালেন্ডারে রাশিচক্রের ১২টি প্রাণী নির্ধারিত থাকে। আর এসব নির্ধারিত প্রাণী থেকে প্রতি বছর একটি করে প্রাণীর নামানুসারে চান্দ্র-নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপন করা হয়। এ বছরকে সর্পবর্ষের থিমে বরণ করা হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ