নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার (২২ মে) সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে ও রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছেন, নিহত রহিমার স্বামী পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে গতকাল শনিবার (২১ মে) গাজীপুরে যায়। সকালে বাড়ি এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।