সংস্কারের অভাবে ঝালকাঠির নলছিটি পৌর শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা। পিচ ঢালাই উঠে গেছে, সড়ক জুড়ে খানাখন্দ। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘ দিন ধরে এ অবস্থা থাকলেও সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ কম থাকায় সংস্কারে দেরি হচ্ছে।
১৮৬৫ সালে নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ঝালকাঠির নলছিটি পৌরসভা। ২৪ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর শহরটির অধিকাংশ রাস্তার অবস্থাই নাজুক।
স্থানীয়রা জানায়, পৌর এলাকাটিতে কাগজ কলমে ৮৫ কিলোমিটার পাকা রাস্তা আছে। তবে, বাস্তবে আছে আরও কম। সেগুলোও খানা খন্দে ভরা। একটু বৃষ্টি হলেই বেশির ভাগ এলাকাতেই পানি জমে। পানি নিস্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন না থাকায় জলবদ্ধতা থাকে দীর্ঘসময়।
সরকারি বরাদ্দ তুলনামূলক কম হওয়ায় সংস্কার কাজ ব্যহত হচ্ছে বলে জানালেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামান।
পৌর মেয়র আঃ ওয়াহেদে খান জানালেন, রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করা হবে বলে জানালেন তিনি।
এছাড়া নলছিটি পৌরসভাকে আধুনিক শহর হিসেবে গড়তে কাজ করা হচ্ছে বলেও জানালেন পৌর মেয়র।