ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেড ও নটিংহ্যাম ফরেস্টের পর তাদেরকে রুখে দেওয়ার বেশ কাছে পৌঁছে গিয়েছিল ব্রেন্টফোর্ড। বদলি নামা ডারউইন নুনেজ শেষ মুহূর্তে বদলে দিলেন ম্যাচের চেহারা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ গড়ায় গোলশূন্য ড্রতে। সেখান থেকে ইনজুরি টাইমে ডারউইন নুনেজের চমক। নুনেজ একাই দুটি গোল করেছেন। ২-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে অলরেডরা সাত পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান সুসংহত করেছে।
২১ ম্যাচে ৫০ পয়েন্ট লিভারপুলের। সমান খেলে সাত পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আর্সেনাল (৪৩)। ২২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১১তম ব্রেন্টফোর্ড।