নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন (৫০) নামের এক ট্রাক চালক নিহত আহত হয়েছে ১জন। আজ (১৭ই মে) সকাল ছয়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের জননী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিটনের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার চুরমুন কাটি, এলাকায়। বনপাড়া হাইওয়ে থানার পুলিশের একটা সূত্র জানায় আজ ১৭ মে মঙ্গলবার সকাল আটটার দিকে বনপাড়া থেকে হাটিকুমরুল গামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা বনপাড়া গামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকা মেট্রো ড ১১-৫৪২৬ এর চালক লিটন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ওই ট্রাকের অজ্ঞাত হেল্পারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরবর্তীতে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।