বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৮, ২০২২
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

সিরিজের শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। আগের দুই টেস্টে ৫ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা। লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের মঞ্চ আগের দিনই গড়ে ফেলে ইংলিশরা। সোমবার শেষ দিনে তাদের দরকার ছিল ১১৩ রান। তখনও হাতে ৮ উইকেট।

মাঝে বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম সেশন। পরে খেলা শুরু হলে লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেননি ইংলিশ ব্যাটাররা। ১৫ ওভার ২ বল খেলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। পঞ্চম দিনের শুরুতে প্রথম ওভারেই ওলে পোপের উইকেট তুলে নেন টিম সাউদি। ১০৮ বলে ৮২ রান করে আউট হন তিনি।

এই ধাক্কা সামলে এরপর আর পেছনে ফিরতে হয়নি ইংলিশদের। ব্যাটিংয়ে বেয়ারস্টো টেস্ট ক্রিকেটে রীতিমতো ওয়ানডে ও টি-২০ আমেজ দেন। ৭১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

বেয়ার স্টো ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। আরেক ব্যাটার জো রুট আগের দিনের ৫৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। ১১ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১২৫ বলে ৮৬* রানের দারুণ একটি ইনিংস। পোপ আউটের পর বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার জো রুট। ২টি সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৯৯.০০ গড়ে ৩৯৬ রান করায় তিনি এ পুরস্কার পান।

১৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। অপরদিকে ১৫ টেস্টে ২৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড নেমে গেছে ৮ নম্বরে। এই চক্রে ৯ টেস্টে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ