সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৯, ২০২২
নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ডেভন কনওয়ের অসাধারণ ফিফটিতে বাংলাদেশের দেয়া ১৩৮ রানের লক্ষ্য খুব সহজেই টপকেছে নিউজিল্যান্ড। মাত্র দুই উইকেট হারিয়ে ১৩ বল আগেই খেলা শেষ করে স্বাগতিকরা। হ্যাগলি ওভালে টার্গেট ছোট হওয়ায় কোনো চাপই নিতে হয়নি কিউইদের।

কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। সাতটি চার ও একটি ছয়ে সাজান ইনিংস। গ্লেন ফিলিপ ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। মারেন দুটি করে চার-ছক্কা। টানা দুই হারে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল বাংলাদেশের।

দলীয় ২৪ রানে ফিন অ্যালেনকে আউট করেন শরিফুল ইসলাম। ১৮ বলে ১৬ রান আসে তার ব্যাটে। দলীয় সংগ্রহ তিন অঙ্ক পেরিয়ে গেলে আউট হন কেন উইলিয়ামসন। কনওয়ের সঙ্গে জুটিতে আসে ৮৫ রান।

কিউই অধিনায়ক ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে আউট হন।
১২০ বলের মধ্যে ৫০টি ডট করেন বাংলাদেশের ব্যাটাররা। শুরুর দিকের মন্থর উইকেটে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছে লিটন-আফিফদের। ২০ ওভারে মাত্র ১২ বাউন্ডারি আসে ইনিংসে। ডট বলের ফাঁদে আটকে পায়নি লড়াই করার পুঁজি।

ক্রাইস্টচার্চে ৮ উইকেট হারিয়ে সাকিব আল হাসানের দল তোলে ১৩৭ রান। নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে মাঝারি সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ। টাইগার ইনিংসের দুটি ছক্কাই আসে তার ব্যাটে।

বাংলাদেশ মারতে পেরেছে মাত্র ১০টি চার। এ জন্য অবশ্য আউটফিল্ডের দায়ও আছে কিছুটা। উইকেটের মতোই আউটফিল্ডও ছিল মন্থর।

সাব্বির রহমানের জায়গায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৩৩ রান করেন। তবে খেলেন ২৯ বল। লিটন দাস ১৬ বলে ১৫, আফিফ হোসেন ২৬ বলে ২৪ রান করেন। অধিনায়ক সাকিব নামেন সাত নম্বরে ১৬ বলে ১৬ রান করে ফেরেন টিম সাউদির বলে।

নিউজিল্যান্ডের চার বোলার দুটি করে উইকেট নিয়েছেন। তারা হলেন-সাউদি, ইশ সোধি, মিশেল ব্রেসওয়েল ও ট্রেন্ট বোল্ট।


এ বিভাগের অন্যান্য সংবাদ