বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

নিজের চেয়ে ভালো খেলোয়াড়ারের অভাব, তাই অবসরকে না

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ২৬, ২০২২
নিজের চেয়ে ভালো খেলোয়াড়ারের অভাব, তাই অবসরকে না

বিশ্ব ফুটবলে এখনো মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ক্যারিয়ারের পড়ন্ত অবস্থা থাকা ফুটবলাররা। তার সঙ্গে রয়েছেন নেইমার, এমবাপে, হল্যান্ড ও সালাহদের মতো খেলোয়াড়। বিশ্ব ফুটবলে এত সব তারকারা এখন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তারপরও এদের কাউকেই নিজের চেয়ে সেরা মানছেন না। অবাক হয়ে গেলেন। এমন ভাবনা সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের। তাইতো বয়স ৪১ হয়ে গেলেও অবসরের যাচ্ছেন না তিনি।

তবে তার কথায় যথেষ্ট যুক্তিও আছে। এই বয়সেও এখনও প্রতাপের সঙ্গে খেলে যাচ্ছেন ইউরোপের শীর্ষ লিগে। ২০২০ সালের জানুয়ারিতে লা গ্যালাক্সি ছেড়ে সিরি আর দল এসি মিলানে যোগ দিয়ে ৫৫ ম্যাচে করেছেন ৩৩ গোল। যদিও যার ২০টিই এসেছে ২০২০ সালে। এরপর বেশ কয়েকবার পড়েন ইনজুরিতে। ফলে কথা উঠেছে তার ফিটনেস নিয়েও।

এমন পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে এ সুইডিশ তারকা বলেছেন, ‘ভবিষ্যৎ লেখা এখনও বাকি। আমার কোনো পরিকল্পনা নেই। দেখা যাক কী হয়। ফুটবল থামিয়ে দেয়ার জন্য আমি আফসোস করতে চাই না। যদি ফুটবল ছেড়ে দেয়ার পর বলি আমি আরও খেলতে পারতাম, তখন সারাজীবন অনুশোচনায় ভুগতে হবে। আমি যতক্ষণ সম্ভব, খেলে যেতে চাই। বাস্তবতা হচ্ছে, আমি ততক্ষণ খেলে যাবো যতক্ষণ নিজের চেয়ে ভালো কাউকে দেখবো। তাই আমি খেলে যাচ্ছি।’

চলতি মৌসুমে মাত্রই ১৮ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। এখানেও যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল এসেছে তার পা থেকে। মাঠে নামলেই করছেন দুর্দান্ত পারফরম্যান্স। এখনও তার খেলা চালিয়ে যাওয়ার শক্তি আছে বলেই বিশ্বাস ইব্রাহিমোভিচের। তবে একদিন যে থামতে হবে এটাও জানা তার। তাই তো তিনি বলেন, ‘আমি জানি একদিন এটা থেমে যাবে। আমার এমন শক্তি থাকবে না। এটা সব ফুটবল খেলোয়াড়ের জন্যই সমস্যা কারণ যখন আপনি খেলবেন তখনই এটা থাকবে। ওই শক্তি, অন্যকিছু করেই পাবেন না কারণ আমাদের মধ্যে প্রোগ্রাম করা আছে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ