বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

নিজ মাঠে ঈদের জামাত আয়োজন করলো কোনো ইংলিশ ফুটবল ক্লাব

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩, ২০২২

ম্যানচেষ্টার সিটি কিংবা লিভারপুলদের মতো জনপ্রিয় কোনো ক্লাব নয়। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স। তেমন সমর্থকও নেই ক্লাবটির।

ঠিক এ কারণে বছরজুড়ে সিটি বা অলরেডদের মতো আলোচনায়ও আসে না ব্ল্যাকবার্নের নাম। তবে এবার ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়ে তাক লাগিয়ে দিয়েছে সেই ক্লাব।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করে নতুন ইতিহাস গড়েছে তারা। ইংল্যান্ডের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করেছে ব্ল্যাকবার্ন।

এমনকি মুসল্লিদের যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসও রেখেছিল ক্লাব কর্তৃপক্ষ। এমন সম্প্রীতির উদাহরণ দেখিয়ে একদিক থেকে ইংল্যান্ডের অন্য সব ক্লাবকে ছাপিয়ে গেছে ব্ল্যাকবার্ন ক্লাব।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের প্রায় সব দেশ ঈদ করেছে সোমবার। ইংল্যান্ডেও যথারীতি ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেছে সেখানের মুসলিম কমিউনিটি।

এদিন সকালে ব্ল্যাকবার্নের মাঠে ইউড পার্কে আয়োজন করা হয় ঈদের জামাত। যেখানে দেড় হাজার মুসল্লি অংশ নেয়। জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের অংশ নেয়ারও ব্যবস্থা করা হয়। নামাজে ইমামতি করেছেন শেখ ওয়াসিম কেম্পসন।

মুসল্লিদের মধ্যে ইংল্যান্ডের বাসিন্দাদের পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় নামাজ শেষে কোলাকুলি ও করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এরপর দুধের তৈরি ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন তারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ