সবচেয়ে নির্ভরযোগ্য উৎস থেকে নিরাপদ ও প্রাকৃতিক পণ্য সরবরাহের অঙ্গীকার নিয়ে বছরখানেক ধরে কাজ করছে জেনিয়াল গ্রিন। প্রাথমিকভাবে facebook.com/genialgreenbd এই ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। তবে ধারাবাহিকভাবেwww.genialgreenbd.com ওয়েবসাইট ও রাজধানীর বিভিন্নস্থানে জেনিয়াল গ্রিন পয়েন্ট এবং শোরুমের মাধ্যমে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে জেনিয়াল গ্রিনের। এই মুহূর্তে জেনিয়াল গ্রিনের পণ্য তালিকায় রয়েছে সুন্দরবনের বিশুদ্ধ মধু, দেশি খাঁটি ঘি, সরিষার তেল, আচাড়, নাড়ু, মুড়ি ইত্যাদি। তবে খুব শিগগিরই দেশি জিংকযুক্ত চাল, বিষমুক্ত শাক-সবজি, দেশি ডিম, মাছ ও মুরগি পণ্য তালিকায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।https://www.facebook.com/genialgreenbd