রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ ও জরিমানার ঘটনায় সাময়িক বরখাস্ত টিটিইর বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার দুপুরে রাজধানীর নিজবাসভবনে তিনি বলেন, নির্দোষ হলে টিটিইকে পুরস্কৃত করা হবে।
যারা রেলমন্ত্রী আত্মীয় পরিচয় দিয়েছে তাদের চেনেন না বলেও জানান তিনি। রেলমন্ত্রী বলেন, রেলে বিনা টিকিটে ভ্রমণে কখনো কাউকে প্রশ্রয় দেয়া হয়নি। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে রেলের কারো সুপারিশে কোনো অবৈধ সুযোগ না দেয়া নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এরআগে, গত বৃহস্পতিবার রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৩ যাত্রীর বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের কারণে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই তাকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেয়া হয়। শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি।
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ করা তিনজনকে চেনেন না জানিয়ে রেলমন্ত্রী বলেন, যাত্রীর সাথে দুর্ব্যবহারের অভিযোগে সাময়িক বরখাস্ত টিটিইর বিষয়ে তদন্ত করা হবে। এতে তিনি নির্দোষ প্রমাণিত হলে পুরস্কৃত করা হবে।
বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে কোন টিকিট ছাড়াই ট্রেনের এসি কেবিনে ওঠেন ৩ ব্যক্তি। রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক টিটিই’র কাছে তারা রেলপথমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন।
বিনা টিকিটে ভ্রমণের জন্য তাদের জরিমানা করা হয়। পরে ওই ৩ যাত্রী রেল কর্তৃপক্ষের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। এর জেরে অভিযুক্ত টিটিইকে রাতেই সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার পেলে ব্যাপক সমালোচনা হয়। আত্মীয় পরিচয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।
এ বিষয়ে শনিবার রাজধানীর বাসভবনে রেলমন্ত্রী জানান, যারা আত্মীয় পরিচয় দিয়েছেন তাদের চেনেন না তিনি।
মন্ত্রী জানান, যাত্রীরা লিখিত অভিযোগ করায় এ ঘটনার তদন্ত হবে। এরপর টিটিই’র সাময়িক বহিস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে, রেলের কারও সুপারিশে কোনো অবৈধ সুযোগ না দেয়ার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রেলে বিনা টিকিটে ভ্রমণে কাউকে প্রশ্রয় দেয়া হয়নি বলেও জানান রেলমন্ত্রী।