রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

নির্বাচনের পরই ১২ মামলায় ইমরানের জামিন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৪
পাঞ্জাবে বিপুল জয় নিয়ে ক্ষমতায় ফিরছে ইমরান খানের দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)। আজ শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটের ফলে এগিয়ে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। এরমধ্যেই ইমরানকে ১২ মামলায় জামিনা দেওয়া হলো।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দল পিটিআইর জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে।

যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন সবগুলোই গত ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারান খান। এর জেরে বিক্ষোভে ফেটে পড়ে তাঁর দল পাকিস্তান পিটিআইর নেতা-কর্মী-সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো ওইবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান। নির্বাচনের আগে তাঁকে তোশাখানা ও সাইফার মামলায় ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাকিস্তান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রকাশিত ভোটের ফলে এগিয়ে রয়েছে ইমরান খানের পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যন্ত ঘোষিত ২৫০টি আসনের মধ্যে ৯৯টিতে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ৭১টি আসন। আর ৫৩ আসন পেয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তান পিপলস পার্টি। এ অবস্থায় জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নওয়াজ শরিফ।


এ বিভাগের অন্যান্য সংবাদ