দেশের সবক্ষেত্রে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী যুবসমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘গাইবান্ধায় উপনির্বাচন সম্পন্ন করতে বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চান না। জনগণ আমাদের সঙ্গে শামিল হচ্ছেন। জনগণের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। একইসঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’।
সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ প্রমুখ।