বিএনপি’র কথায় শেখ হাসিনা পদত্যাগ করবেন না। জনগণ তার পদত্যাগ চায় না, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (২২ মে) আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু-মেট্রো রেল, শতভাগ বিদ্যুতায়ন এতোসব উন্নয়নের পরও জনগণ কেন শেখ হাসিনার পদত্যাগ চাইবে? আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য তার। বিএনপি শেষমেষ নির্বাচনে আসবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে দলটি। স্মরণ করিয়ে দেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো বিকল্প নেই।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের বাইরে এক চুলও যাওয়ার সুযোগ নেই। এটা মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে বলে স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। প্রশ্ন রাখেন, নির্বাচনে আসতে বিএনপি ভয় পাচ্ছে কেন?
তাজরীন ফ্যাশনের মালিককে আওয়ামী মৎস্যজীবী লীগ উত্তরের সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।