নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, কারো আজ্ঞাবহ হয়ে কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২১শে জুন) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতেই কাজ করছে ইসি।
রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফা সংলাপে আজ (মঙ্গলবার, ২১শেজুন) ১৩টি দলকে আমন্ত্রণ জানিয়েছিলো নির্বাচন কমিশন। তবে বিএনপিসহ ৫টি দল এতে অংশ নেয়নি।
এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইভিএম ব্যবহারকে স্বাগত জানালেও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানান। নির্বাচন কমিশনকে ইভিএম নিয়ে ভোটারদের আস্থা অর্জনের পরামর্শও দেন তারা।