শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এগিয়ে কমলা অবশেষে জামিন পেলেন কেজরিওয়াল আমদানির পরেও কেন কমছে না ডিমের দাম? লাগামহীন নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি ফিরছে না ড. ইউনূসের ‘মেগাফোন কূটনীতিতে’ অস্বস্তিতে ভারত কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড়ধসে ৬ জনের মৃত্যু সাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ‘বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে না’ দল থেকে ছিটকে গেলেন জাদরান, ফিরলেন রশিদ দেশের মানুষ অস্থির সময় পার করছে: আমীর খসরু ৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া নতুন তরতাজা বাংলাদেশ গড়তে চাই: ড. ইউনূস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে ছাড়িয়েছে ৭ হাজার কোটি টাকা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে : জিএম কাদের

নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার: ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৩, ২০২২
নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে সরকার: ফখরুল

বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩শে জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে কর্মরত বৈদেশিক সংবাদ কর্মীদের সংগঠন ওভারসিস করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত মিট দা প্রেসে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসন ব্যবস্থা হচ্ছে ভয় ও ত্রাস ছড়ানোর। রাজনৈতিক দলগুলোকে এখন কোন গণতান্ত্রিক সুযোগ-সুবিধা দেওয়া হয় না। নির্বাচন ব্যবস্থা এই সরকার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের নির্বাচনের প্রতি কোন আগ্রহ বা আস্থা নেই।

সরকার উন্নয়নের মিথ্যা ঢোল বাজাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। মেগা প্রজেক্ট এর নামে মেগা দুর্নীতি হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে সরকারের লোকজন। শিক্ষা, ব্যাংকিং ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। এর মূল কারণ সবকিছুতে দলীয়করণ।

নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দেন বিএনপির এই নেতা। এ বিষয়ে সরকারের সাথে কোন আলোচনা হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই। সরকার নিজেরাই পদত্যাগ করবে, না হলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করানো হবে। বিএনপি সে প্রস্তুতি নিচ্ছে।

এসময় জনগণের স্বার্থে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।


এ বিভাগের অন্যান্য সংবাদ