মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি
আপডেট : নভেম্বর ৮, ২০২৪
নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর

জনগণের নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত নগরীর শিববাড়ি মোড়ে র‍্যালিপূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অন্তরবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পরিবর্তন আছে। সংস্কার আছে। সবকিছুর সঙ্গে একমত। কিন্তু একটি জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না।’

বিএনপির স্থায়ী কমিটিরি এই সদস্য আরও বলেন, ‘আমরা এই সরকারকে সহযোগিতা করব; সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত। তাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা অন্তবর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই। অন্যকোনো পথে হোক– এটা আমরা আশা করি না।’

নেতা–কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর ৫ আগস্ট আমরা প্রতিষ্ঠিত করেছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তাই এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, স্থায়ী কমিটির সদস্য শেখ মুজিবর রহমানসহ অনেকে। সভা পরিচালনা করেন খুলনা নগর কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্ভোধন করেন। পরে র‍্যালিটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে ময়লাপোড়া, রয়েলচত্ত্বর হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল।


এ বিভাগের অন্যান্য সংবাদ