মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল! ‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’

‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১৬, ২০২৫
'নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়'

নির্বাচিত সরকার ছাড়া ছাত্র জনতার আকাঙ্খিত নতুন মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাই অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। দেশের মানুষ এখন সে অধিকার ফিরে পাবার জন্য উন্মুখ হয়ে আছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশ বিক্রি করে শেখ হাসিনা তার সন্তান, ভাগ্নিদের জন্য বেহেস্ত তৈরি করেছেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, সব ধরনের অপতৎপরতা রুখতে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সম্প্রতি বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। ভারত কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেনি বলে যে কোনো বিষয়ে তাড়াহুড়া করছে দেশটি।

শেখ হাসিনাকে চোর দাবি করে রিজভী বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের নামে পূর্বাচলে ৬০ কাটা জমি নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ২৪ এর আন্দোলনে বাড্ডা রামপুরা থানায় নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা ও একজন আহতকে হুইল চেয়ার প্রদান করা হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ