নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১০ লাখ টন গম রপ্তানি করবে ভারত। এর মধ্যে বাংলাদেশে ৫ থেকে ৬ লাখ টন খাদ্যশস্যটি পাঠাবে দেশটি। আজ শুক্রবার (২৭ মে) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বর্তমানে ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন। সেখান থেকে দেশে ফিরে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি বলে আশা করা হচ্ছে।
গত ১৩ মে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। দেশের অভ্যন্তরে সরবরাহ ঠিক রাখতে এবং স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে এ উদ্যোগ নেয় দেশটি।
তবে ওই সময় জানানো হয়, যারা ইতোমধ্যে গম রপ্তানির উদ্দেশ্যে ঋণপত্র (এলসি) খুলেছে, তাদের সেই সুযোগ দেয়া হবে। এছাড়া প্রতিবেশী ও দরিদ্র দেশগুলোকে বিশেষ সুবিধা দেয়ার কথা বলা হয়।
মূলত বাংলাদেশে সড়ক ও রেলপথে গম রপ্তানি করবে ভারত। এরই মধ্যে এ নিয়ে দেশটির ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ে অনুমতি চাওয়া হয়েছে।