শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের কমিটি গঠন ৫ আগস্ট আসছে সরকারি ছুটি মাদক নির্মূলে সাহসিকতার সঙ্গে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, সতর্কতা না হলে বিপদ জুলাইয়ের মধ্যে সনদ তৈরিতে সহযোগিতা চাইলেন আলী রীয়াজ ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: আব্দুস সালাম ট্রুথ কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি শাহাবুল হত্যা: সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক ফেব্রুয়ারিতে ভোটের সময় ধরে এগোচ্ছে বিএনপি ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার বৈঠক

নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১, ২০২২
নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ আদালতের

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে পুরো ভারত। সেই আঁচ থেকে বাদ যায়নি বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ।

ওই ঘটনার জেরে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় শুক্রবার (১ জুলাই) বড়সড় নির্দেশ দিলেন শীর্ষ আদালত।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নূপুরকে গোটা দেশের কাছে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।

আদালত এও বলেছে, ইসলামের নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর মন্তব্যের জন্য দেশে যা ঘটেছে তার জন্য একা নূপুর শর্মাই দায়ী। একটি টেলিভিশন বিতর্কে মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিকর কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় এই মুখপাত্র।

এদিন সেই প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘আমরা ওই শোটি দেখেছি। তিনি যেভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন, একজন আইনজীবী হিসেবে সেটা লজ্জাজনক। তাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।’

এদিন নূপুরের আইনজীবী আদালতে দাবি করেন, নূপুর শর্মা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে নাকি প্রতিদিন প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

এই কথা শোনার পর আরও কড়া পর্যবেক্ষণ রাখেন সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট করে বলেন, ‘তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি তাকে খুনের হুমকি দেয়া হচ্ছে? এই মহিলা দেশের মানুষের আবেগকে অমর্যাদা করেছেন। দেশে যে ঘটনা ঘটেছে তার জন্য একা তিনি দায়ী।’


এ বিভাগের অন্যান্য সংবাদ