মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬ ‘৭২-এ নিজেদের লেখা সংবিধান আওয়ামী লীগই বেশি লঙ্ঘন করেছে’ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি, সঙ্গে যাচ্ছেন ১৬ জন খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে নেতিবাচক প্রচার চলছে: পরিবেশ উপদেষ্টা বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা এসএসএফের অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে! নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প? কানাডায় মন্দিরে হামলা, কী বললেন ট্রুডো? ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু

নেইমারের ইনজুরি কতটা গুরুতর?

রিপোর্টারের নাম :
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
নেইমারের ইনজুরি কতটা গুরুতর?

ক্যারিয়ারের শুরু থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে চলছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ ম্যাচ মিস করেছিলেন তিনি। কাতার বিশ্বকাপেও পড়েন ইনজুরির কবলে। মিস করেন গ্রুপ পর্বের দুইটি ম্যাচ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফের ইনজুরিতে পড়েন নেইমার। এদিন লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নেমে মারাত্মক আঘাত পান প্যারিস সেইন্ট জার্মেইয়ের এই স্ট্রাইকার।

ইনজুরিতে মাঠ ছাড়ার আগে একটি গোল ও একটি অ্যাসিস্টও করেছিলেন নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে (৪৯ মিনিটে) লিলির ফুটবলারের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। ধারণা করা হচ্ছে বেশ কিছু ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন নেইমার।

তবে কতো দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে তা এখনও জানা যায়নি। ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের বলেন, নেইমারের গোড়ালি মচকে গেছে। কত দিনের মধ্যে সুস্থ হবে তা এখনো জানি না। এখন তার পরীক্ষা চলছে।

সতীর্থ কিলিয়ান এমবাপ্পে বলেন, আমি আশা করি নেইমারের চোট গুরুতর নয়, আমি আশা করি সে শিগগিরই ফিরে আসবে। তাকে আমাদের সঙ্গে দরকার।

ফুটবলের জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো পিএসজির বরাত দিয়ে জানান, এমআরআই পরীক্ষায় জানা গেছে, নেইমারের কোনো ফ্র্যাকচার হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে আবারও লিগামেন্টগুলির পরীক্ষা করা হবে।

আর দুই সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।


এ বিভাগের অন্যান্য সংবাদ