নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ- রিজভী

- আপডেট সময় : ১১:২৫:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার ফরিদপুরের শনিবারের গণসমাবেশ প- করতে বাড়ি বাড়ি গিয়ে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
আজ শুক্রবার (১১ই নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সরকার গুম-খুন-জঙ্গি নাটক আবারও শুরু করেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে অতীতের মত ভোট ডাকাতির সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করছে। একই পথে নেমেছে আওয়ামী মাফিয়া সরকার। দমন-পীড়ন, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে আবারও।
বিএনপির প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘পথে পথে হামলা করছে। গ্রেপ্তার-মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে এই জনতার সাগরে ওঠা টালমাটাল জোয়ার।’