শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

নেত্রকোণায় গর্ত থেকে বের হচ্ছে ডিজেলের মতো তরল পদার্থ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৭, ২০২২
নেত্রকোণায় গর্ত থেকে বের হচ্ছে ডিজেলের মতো তরল পদার্থ

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের কাচারি মোড় এলাকায় একটি গর্ত থেকে ডিজেল-পেট্রোলের মতো তরল দাহ্য পদার্থ বের হচ্ছে। এলাকার মোজাম্মেল হকের বাসার পাশে বিদ্যুতের খুঁটি পুততে গিয়ে গর্ত থেকে অনবরত ওই তরল পদার্থ বের হতে থাকে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

দেখতে অনেকটা কালো জ্বালানি তেলের মতো তরল দ্রব্য। এমন খবরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকে আবার ব্যারেল বা বড় পাত্র এনে সংগ্রহ করতেও শুরু করেন।

সরেজমিনেদেখা যায়, বহুতল ভবনে ভরপুর দুর্গাপুর পৌর শহরের কাচারি রোড এলাকায় বিদ্যুতের খুঁটি পোতাসহ পাইলিংয়ের জন্য গাড়তে হচ্ছে লোহার পাইপ। বৃহস্পতিবার দুপুরে মোজাম্মেল হকের বিল্ডিংয়ের জন্য বিদ্যুতের খুঁটি গাড়র কাজ করছিলেন শফিকুল ইসলাম। এ সময় খুঁটি ৫ ফুট গভীরে যেতেই ঘন কালো ডিজেলের মতো তেল বের হতে থাকে।

পরে কেউ কেউ তা প্লাস্টিক মগ দিয়ে উঠিয়ে আগুন জ্বালাতে গিয়ে বুঝতে পারে এটা কোনো না কোনো জ্বালানি দ্রব্য। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশের উৎসুক জনতা প্লাস্টিকের বালতি, মগ ও কলসি নিয়ে সংগ্রহ করতে থাকে ওই তেল।

এ বিষয়ে স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারি নুরুজ্জামান বলেন, এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানি তেল। হয়তো ডিজেলকে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ