শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

নেপালকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : জানুয়ারি ৩১, ২০২৪
নেপালকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে টস জিতে আগে ব্যাট করে ১৬৯ রান করেছে হিমালয় কন্যা নেপাল। জবাবে পাঁচ উইকেট হারিয়ে, জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।

সুপার সিক্স গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বোলিংয়ে জ্বলে ওঠেন টাইগার যুবারা। রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মুরাদ মৃধা, শেখ পারভেজ জীবন আর জীসান আলমদের বোলিংয়ে শুরুটা ভালো হয়নি নেপালের। মারুফের বোলিংয়ে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় তারা। দুই রান করে আউট হন বিপিন রাওয়াল। ইকবালের বোলিংয়ে আকাশ ত্রিপাঠি ৩ আর ওপেনার অর্জুন কুমালকে ১৪ রানে আউট করেন বর্ষণ। এতে ২৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। তবে অধিনায়ক দেব খানালের ৩৫ আর বিশাল বিক্রমের ৪৮ রানে; ঘুঁরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু এই দু’জনের বিদায়ের পর নেপালকে আর বড় স্কোর গড়তে দেয়নি জুনিয়র টাইগাররা।

রোহানত দৌলা বর্ষণ ১৯ রানে চারটি এবং জীবন ৩৪ রানে তিন উইকেট নিয়ে; নেপালের ইনিংস ১৬৯ রানে বেধে ফেলেন। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে জিসান আলম ও আশিকুর শিবলী ৬৭ রান তুলে ভালো সূচনা এনে দেন জুনিয়র টাইগারদের। শিবলী ১৬ ও রেজওয়ান ১৫ করে ফিরে গেলেও, জিসানের ৫৫ আর আরিফুল ইসলামের অপরাজিত ৫৯ রানে; ১৪৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ