নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিক মারিয়া রেসার প্রতিষ্ঠিত অনুসন্ধানী নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সমালোচনা করা গুটিকয়েক মিডিয়া আউটলেটের একটি হলো মারিয়া রেসার প্রতিষ্ঠিত ‘র্যাপলার হল’।
আলজাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত এমন সময় নিলো- যখন দুতের্তে প্রেসিডেন্টের দায়িত্বভার ছেড়ে দিতে যাচ্ছেন।
জানা গেছে, মে মাসের নির্বাচনে বিজয়ী ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কাছে এ মাসেই দায়িত্ব অর্পণ করতে যাচ্ছেন দুতের্তে। রাজনীতির মাঠে দুতের্তে ও ফার্দিনান্দ মিত্র হিসেবেই পরিচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার সংবাদমাধ্যমটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে। তবে দুতের্তের সমালোচনার কারণে মিডিয়া আউটলেটের ওয়েবসাইট বন্ধ করা হয়নি বলে দাবি করছে কর্তৃপক্ষ।
ফিলিপাইন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক বিবৃতিতে বলেছে, একটি আপিলের ভিত্তিতে কোম্পানি পরিচালনার লাইসেন্স প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, কারণ আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে র্যাপলারের ব্যবসায়িক মডেল অসাংবিধানিক।
র্যাপলার হলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ফিলিপাইনের গণমাধ্যমে বিদেশি মালিকানার বিধিনিষেধ লঙ্ঘন করে সংস্থাটি একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে নিজের নিয়ন্ত্রণ বিক্রি করেছিল।
তবে র্যাপলার বলছে, তারা ২০১৫ সালে ওমিদার নেটওয়ার্কের থেকে তহবিল পেয়েছিল। এই নেটওয়ার্ক একটি জনকল্যাণমূলক বিনিয়োগ সংস্থা। তার ঠিক তিন বছর পরই র্যাপলার-কর্মীদের পুরো বিনিয়োগের অর্থ পুরোপুরি দিয়ে দেয় ওমিদার নেটওয়ার্ক। এ ঘটনাই প্রমাণ করে, র্যাপলারের ব্যবসায় ওমিদার নেটওয়ার্ক কোনো নিয়ন্ত্রণকারী সংস্থা নয়।