মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন একদিন বাড়লো পূজার ছুটি

নো বল বিতর্কে এবার আম্পায়াদের ধুয়ে দিলেন ওয়াসিম-ওয়াকার-মালিক

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
নো বল বিতর্কে এবার আম্পায়াদের ধুয়ে দিলেন ওয়াসিম-ওয়াকার-মালিক

শ্বাসরুদ্ধকর ম্যাচে রোববার (২৩ অক্টোবর) শেষ বলে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। কিন্তু এমন ম্যাচে কলঙ্কের ছাপ ফেলেছে নো বল বিতর্ক। কেউ কেউ নওয়াজের নো বলটিকে বাংলাদেশের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার আউট হওয়া বলে নো ডাকার বিষয়টিও মনে করে দিয়েছেন।

নো বল বিতর্কে আলোচনায় জড়িয়েছিলেন সাবেক অজি তারকা ক্রিকেটার ব্রাড হগ। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও।
এবার সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শোয়েব মালিক এই নো বলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

ওয়াসিম আকরাম এখানে আম্পায়ারের ‘দোষ’ দেখছেন। তার ভাষ্য, ‘বলটা নিচু হয়ে যাচ্ছিল বলে মনে হয়েছে, এটা স্পর্শকাতর বিষয়। খোলা চোখে, এটা নো বল মনে হয়নি। স্লো মোশন দেখে মনে হয়েছে এটা নিচু হয়ে যাচ্ছিল। যে কোনো ব্যাটারই এগিয়ে গিয়ে নো বলের আবেদন করবে, দোষটা কোহলির নয়। এটা অনেক বড় ম্যাচ, আপনার কাছে প্রযুক্তি আছে, ব্যবহার করুন সেটা। কেন শুধু শুধু বিতর্ক উসকে দিচ্ছেন!’

ওয়াসিম জানালেন, ধারাভাষ্যে থাকলে এই বিষয় নিয়ে সরব হতেন তিনি। বললেন, ‘আমরা সেখানে ছিলাম না বলেই… যদি আমি বা ওয়াকারের কেউ সেখানে থাকত, তাহলে আমরা আমাদের মনের কথাটা ঠিকই বলতাম।’

ওয়াকার ইউনিস প্রশ্ন তুললেন স্কয়ার লেগ আম্পায়ার মারাই ইরাসমাসের প্রতিক্রিয়া নিয়ে, ‘যখন বল কোমর সমান উচ্চতায় থাকে, তখন সাধারণত স্কয়ার লেগ আম্পায়ার তার হাত প্রসারিত করেন, এটাই প্রাকৃতিক প্রতিক্রিয়া। কিন্তু রিপ্লে দেখলে আপনি দেখবেন, তিনি পেছন ফিরে দেখেছেন বলটা কোথায় গেছে। এরপর বিরাট কোহলি আবেদনটা করল।’

ওয়াকারের মত, অন্তত থার্ড আম্পায়ারের কাছে যাওয়া উচিত ছিল দুই আম্পায়ারের। সাবেক অধিনায়ক শোয়েব মালিকও একই অভিনত দেন এরপর।

আরেক সাবেক অধিনায়ক মইন খানের এটা নো বলই মনে হয়েছে। তবে তার অভিমতও ওয়াকারের মতোই, থার্ড আম্পায়ারের কাছে যাওয়া উচিত ছিল সিদ্ধান্তটা। জিও সুপারে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ