জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়লো নৌপথে পণ্য পরিবহন ভাড়াও। তাতে, চট্টগ্রাম-ঢাকা রুটে ২২ শতাংশ এবং চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্য পরিবহনে বাড়ানো হয়েছে ১৫ শতাংশ ভাড়া। যা কার্যকর হবে গত ৬ আগস্ট থেকেই।
চট্টগ্রামে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে এমন সিদ্ধান্তের কথা জানান ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক নুরুল হক।
তিনি আরও জানান, লাইটার ভেসেল মালিকদের অব্যাহত দাবির মুখে তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারাদেশে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হলেও বহির্নোঙর থেকে বিভিন্নঘাটসহ চট্টগ্রামের অভ্যন্তরে ভাড়া আগের মতোই থাকবে। ভবিষ্যতে তেলের দাম কমলে ভাড়াও কমানোর কথা জানান তারা।