জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ও বিআইডব্লিউটিএর প্রস্তাবের প্রেক্ষিতে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।
প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আর সর্বনিম্ন ভাড়া ২৫টাকার জায়গায় করা হয়েছে ৩৩ টাকা। গত ৫ই আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।