শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

পঞ্চমবারের মত রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপের শিরোপা জয়

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১১, ২০২২
পঞ্চমবারের মত রিয়াল মাদ্রিদের উয়েফা সুপার কাপের শিরোপা জয়

ডেভিড আলাবা ও করিম বেনজেমার গোলে এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টকে ২-০ ব্যবধানে পরাজিত করে পঞ্চমবারের মত উয়েফা সুপার কাপের শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে অবশ্য ফ্র্যাংকফুর্টই বিপদজনক হয়ে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত মাদ্রিদের অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রতিভার কাছে তাদের হার মানতে হয়। ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগ মিশনে যেভাবে মাদ্রিদ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছিল তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন মৌসুম শুরু করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচ শেষে স্থানীয় গণমাধ্যমে মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘এটা মোটেই সহজ কোন ম্যাচ ছিলনা। তারা নিজেদের অর্ধে অপ্রতিরোধ্য ছিল। কিন্তু আমরা গোল করতে সমর্থ হয়েছি। একইসাথে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছি। মৌসুমের শুরুতেই দলের শতভাগ প্রস্তুতি কখনই আশা করা যায়না। কিন্তু আমরা ভালভাবেই মৌসুমটা শুরু করলাম। আমার বিশ্বাস এর মাধ্যমে ভাল ফলাফল অর্জন করা সম্ভব। যেকোন জয়ই সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়।’
এই ম্যাচে গোলের মাধ্যমে ফরাসি অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা মাদ্রিদের সাবেক লিজেন্ড রাউলকে ছাড়িয়ে গেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৪৫০ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। ৩২৪ গোল করে রাউলকে এক গোল পিছনে ফেলে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বেনজেমা। আনচেলত্তি বলেন, ‘এখন সে ব্যালন ডি’অর জয়ের লাইনে এসে গেছেন, এখানে কোন সন্দেহ থাকার কথা নয়।’
ম্যাচের ১৪ মিনিটে ডাইচি কামাডার একক প্রচেষ্টার শটটি দুর্দান্তভাবে রক্ষা করেন মাদ্রিদ গোলরক্ষক থিবাট কুর্তোয়া। পর মুহূর্তেই মাদ্রিদ প্রায় গোল দিয়েই ফেলেছিল। কিন্তু বেনজেমার বাড়ানো পাস থেকে পেনাল্টি বক্সের মধ্যে ভিনিসিয়ার জুনিয়র ফ্র্যাংকফুর্ট গোলরক্ষক কেভিন ট্র্যাপকে পরাস্ত করলেও লাইনের উপর থেকে তা ক্লিয়ার করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার টুটা। ৩৭ মিনিটে মাদ্রিদ লিড নেবার আগ পর্যন্ত ফ্র্যাংকফুর্ট বেশ কয়েকটি কাউন্টার এ্যাটাক মিস করেছে। ভিনিসিয়াসের বল কোনমতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ট্র্যাপ। বেনজেমার কর্ণার থেকে ক্যাসেমিরো বেশ কিছু ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বাড়িয়ে দেন অনেকটাই ফাঁকায় দাঁড়ানো আলাবার দিকে। পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়াতে আলাবা কোন ভুল করেননি। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন বেনজেমা।
দ্বিতীয়ার্ধে মাদ্রিদ লিড বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে। ৫৪ মিনিটে ভিনিসিয়াসের একটি ডিফ্লেকটেড শট আটকে দেন ট্র্যাপ। ৬১ মিনিটে ক্রসবারে বল লাগান ক্যাসেমিরো। পরের মিনিটেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে ধারে খেলতে আসা আন্সগার নওফের শট রুখে দেন কুর্তোয়া। ৬৫ মিনিটে ভিনিসিয়াসের এ্যাসিস্টে বেনজেমা জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন। আর এতেই আটবারের ফাইনালে পঞ্চমবারের মত শিরোপা নিশ্চিত হয় মাদ্রিদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ