বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ লিসবনে রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনার জয় ‘ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে’ দেড় দশকে গুম হয়েছেন মা-শিশুসহ অন্তঃসত্ত্বা নারীরাও বিমানের রোম ফ্লাইটে বোমাতঙ্ক, শাহজালালে সতর্কতা রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’

পঞ্চমবার জুনিয়র হকিতে এশিয়ার সেরা ভারত

স্পোর্টস ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৫, ২০২৪
পঞ্চমবার জুনিয়র হকিতে এশিয়ার সেরা ভারত

পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে পাকিস্তানকে ৫-৩ উড়িয়ে পঞ্চমবার খেতাব জিতল ভারত। বুধবার ওমানের রাজধানী মাসকাটে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। ম্যাচের শুরু থেকেই উত্তেজক লড়াই দেখা যায়। দ্বিতীয় মিনিটেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন হান্নান শাহিদ। চতুর্থ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান অরাইজিৎ সিং হুন্ডাল। প্রথম কোয়ার্টারে আর গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করতে ভুল করেননি অরাইজিৎ। এরপর ভারতের হয়ে তৃতীয় গোল করেন দিলরাজ সিং। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান পাকিস্তানের সুফিয়ান খান। ফলে প্রথমার্ধের শেষে ৩-২ এগিয়েছিল ভারত। তৃতীয় কোয়ার্টারে ফের পাকিস্তানের হয়ে গোল করে সমতা ফেরান সুফিয়ান।

তৃতীয় কোয়ার্টারের শেষে ম্যাচের ফল ছিল ৩-৩। তবে চতুর্থ কোয়ার্টারের খেলা শুরু হতেই ম্যাচের ফল ফের বদলে যায়। অরাইজিতের হ্যাটট্রিকের সুবাদে ৪-৩ এগিয়ে যায় ভারত। এরপর নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অরাইজিৎ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান যখন ম্যাচের ফল ৩-৩ করে ফেলেছিল, সেই সময় মনে হচ্ছিল, ভারতীয় দল চাপে পড়ে গিয়েছে। কিন্তু এরপর চতুর্থ কোয়ার্টারে অসাধারণ লড়াই করে জয় পেল ভারত। মানসিক কাঠিন্যের পরিচয় দিলেন ভারতের জুনিয়র হকি খেলোয়াড়রা। ভারতীয় দলের আক্রমণ সামাল দিতে পারল না পাকিস্তানের রক্ষণ।

পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে খেলা সবসময়ই মানসিক চাপের। কিন্তু সেই চাপ সামাল দিয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন অরাইজিৎ। তিনি একাই ৪ গোল করে ভারতের জয়ের নায়ক।


এ বিভাগের অন্যান্য সংবাদ