শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভে

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভে নেমেছেন হাজারও মানুষ। ইউরোপের এই দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে সপ্তাহব্যাপী ধর্মঘটের মধ্যে স্থানীয় সময় রোববার রাজধানী প্যারিসের রাস্তায় নামেন তারা।

এদিকে শ্রমিকদের সপ্তাহব্যাপী এই ধর্মঘট এখন সাধারণ ধর্মঘটের পরিণত করার দাবিও বাড়ছে। সোমবার (১৭ই অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর-বাম দল লা ফ্রান্স ইনসুমিস (ফ্রান্স আনবোড) এর নেতা জিন-লুক মেলেনচন রোববার এই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অ্যানি আর্নাক্সের সাথে মিছিল করেন। সেখান থেকে মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি।

তিনি উপস্থিত বিক্ষুব্ধ জনতাকে বলেন, আমাদের সবাই একত্রিত হচ্ছে। আমরা এই পদযাত্রার মাধ্যমে এটি শুরু করছি, এটি একটি বিশাল সাফল্য।

আয়োজকরা দাবি করেছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সরকারি নিষ্ক্রিয়তার অভিযোগের বিরুদ্ধে রোববারের পদযাত্রায় এক লাখ ৪০ হাজার লোক অংশ নিয়েছিল।

সংবাদমাধ্যম বলছে, রোববারের কর্মসূচিতে কিছু বিক্ষোভকারী হলুদ ফ্লোরোসেন্ট ভেস্ট পরিধান করে এসেছিলেন। এটি ২০১৮ সালের হিংসাত্মক সরকারবিরোধী বিক্ষোভের প্রতীক হিসেবে আলোচিত এবং সে সময়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী সরকারকে সেই বিক্ষোভ কার্যত নাড়া দিয়েছিল।

ফ্রন্সের বাজেট মন্ত্রী গ্যাব্রিয়েল আটাল অবশ্য বলেছেন, বামপন্থি এই জোট বর্তমান পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। ফরাসি রেডিও স্টেশন ইউরোপ ১-এ তিনি বলেন, ‘আজকের বিক্ষোভ সেই সব সমর্থকদের কর্মসূচি ছিল যারা দেশকে অবরুদ্ধ করতে চায়।’


এ বিভাগের অন্যান্য সংবাদ