বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৬, ২০২৪
নেতানিয়াহুর ভোলা উচিত নয় জাতিসংঘের সিদ্ধান্তেই ইসরায়েলের সৃষ্টি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, তাঁর দেশে চলমান রাজনৈতিক সংকট কাটাতে তিনি একজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন। তবে বিরোধীদের পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব তথ্য জানান মাখোঁ।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বার্নিয়েকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাঁকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তাঁর বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব বাম এবং কট্টর ডানপন্থী দলগুলো উত্থাপন করে। বিরোধীদের অভিযোগ, বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন বার্নিয়ে।

স্থানীয় সময় বুধবার ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ৩৩১ জন সংসদ সদস্য বার্নিয়ের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন।

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

এম পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাখোঁ বলেন, ‘আগামী দিনে আমি একজন প্রধানমন্ত্রী নিয়োগ করব। যার দায়িত্ব হবে একটি সাধারণ মানুষের সরকার গঠন করে বাজেট পাস করা।’

ফ্রান্স সরকার জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন বার্নিয়ে।

এদিকে মিশেল বার্নিয়েরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ম্যাক্রোঁ। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বার্নিয়েরকে সরকার চালিয়ে যাবার নির্দেশনা দেয়া হয়েছে।

১০ মিনিটের টেলিভিশন ভাষণে ম্যাক্রোঁ বলেন, নতুন সরকারে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব থাকবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ