বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

পদ্মায় ২ ফেরির সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর সংবাদদাতা
আপডেট : জুন ১৯, ২০২২
পদ্মায় ২ ফেরির সংঘর্ষে নিহত ১

পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের শরীয়তপুর টার্নিংয়ে দুইটি ফেরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আরো একজন।

আজ (রোববার) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালকের নাম মোহাম্মদ খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

বিআইডব্লিউটিসি’র সূত্র জানায়, ‘যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। আর মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল অন্য একটি ফেরি । এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন। এছাড়া একজন নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। ‘

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল স্রোতের কারণে রাতে ফেরি চলতে সমস্যা হয়। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরি শরীয়তপুর টার্নিং পয়েন্টে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুটি ফেরিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যায় ফেরির কয়েকটি যানবাহন।

তবে ফেরি দুটো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ