বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

পদ্মা সেতুর নামেই বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৫, ২০২২
পদ্মা সেতুর নামেই বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট মিশনে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ অফিসিয়াল লোগোতেও ঠাই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

এদিকে, নর্থ সাউন্ডে পদ্মা ব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে সাকিব আল হাসানের দল। টাইগারদের অনুশীনলে খুশি দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। অন্যদিকে, নর্থ সাউন্ডে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসটা ক্যারিবিয়দের পক্ষেই। সিরিজের প্রথম টেস্টে সেই ধারাটাই ধরে রাখতে চায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ম্যাচগুলোকে সামনে রেখে ক্যারিবিয় দ্বীপে বাংলাদেশ পা রাখে একটু আগে ভাগেই। সাদা পোশাকের লড়াইয়ের জন্য প্রন্তুত হতে অনুশীলনের পাশাপাশি তিনদিনের প্রস্তুতি ম্যাচেও খেলেছেন তামিম-মুশফিকরা। ম্যাচ শুরুর আগে টাইগারদের সুযোগ মিলেছে মূল ভেন্যুতে অনুশীলনের। যেখানে বাড়তি ঘাম ঝড়িয়েছেন সাকিব আল হাসান।

ক্যারিবিয় দ্বীপে সাদা পোশাকে বাংলাদেশের অর্জনটা খুবই কম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ বারে দেখায় ৫টিতে হেরেছে বাংলাদেশ। জয়ের দেখা মিলেছে মাত্র ২টিতে। আর একটি ম্যাচ ছিলো ড্রয়ের কাতারে।

নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি টেস্ট খেলেছিলো বাংলাদেশ। যেখানে ২১৯ রান ও ইনিংস ব্যবধানে হার মানে ডমিঙ্গোর শিষ্যরা।

বৃহস্পতিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে সেখানকার প্রাকৃতিক পরিবেশেকে মোকাবেলা করে। তবে অনুশীলন ম্যাচে ব্যাটে-বলে বাংলাদেশ ভালো খেলায় টেস্ট সিরিজে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

এদিকে,ক্যারিবিয় দ্বীপে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই। নর্থ সাউন্ডে সেই সাফল্যটাই ধরে রাখতে চায় স্বাগতিকরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ